1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
করোনার কবলে সঙ্গীত শিল্পী রবি চৌধুরী
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন




করোনার কবলে সঙ্গীত শিল্পী রবি চৌধুরী

অনলাইন ডেস্ক
    আপডেট : ২৭ জুলাই ২০২০, ১০:১৫:৩৭ পূর্বাহ্ন

করোনার কবলে সঙ্গীত শিল্পী রবি চৌধুরী

ফেসবুকে নিজের আইডি থেকে রবি চৌধুরী লেখেন– ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না, যদি পারেন দোয়া করবেন– দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে।’ বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এই গুণী শিল্পী।

জানা গেছে, বেশ কিছু দিন ধরে জ্বর, ঠাণ্ডা-কাশিসহ করোনা উপসর্গ দেখা দেয় রবি চৌধুরীর মাঝে। উপসর্গ আরও প্রকট হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এতে ফল পজেটিভ আসে।

এদিকে রবি চৌধুরীর করোনা আক্রান্তের খবরে বিচলিত মিডিয়া সংশ্লিষ্টরা। ফেসবুকে রবি চৌধুরীর উদ্দেশে চিত্রনায়িকা রোজিনা লিখেছেন– তোমার জন্য অনেক অনেক দোয়া। মহান আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন।

আঁখি আলমগীর, লোপা, আতিক হাসান, রুবাইয়াৎ জাহান, আনজাম মাসুদসহ অনেকেই এই সংগীতশিল্পীর করোনা মুক্তির জন্য দোয়া চেয়েছেন।

সম্প্রতি নিজের কথা ও সুরে প্রকাশ করেছেন ‘জাতীয় বেয়াদব’ নামের একটি গান।
মূলত নব্বই দশকে সংগীতজগতের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। ওই সময় সংগীতপ্রেমীদের একের পর এক হিট অ্যালবাম উপহার দেন তিনি। ভারতের জনপ্রিয় সংগীতজ্ঞ নচিকেতার সঙ্গেও কাজ করেছেন তিনি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020