1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ
বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০২:৫৭ অপরাহ্ন
করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ

বাংলা নিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১:২০:৪০ অপরাহ্ন

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ। বুধবার (১৪ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত দুইদিন ধরে সামান্য জ্বর ছিল প্রবীণ এই কবির। পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।

শঙ্খ ঘোষের পরিবার জানিয়েছে, আপাতত তার জ্বর নেই। খানিকটা দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন কবি শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। এর মধ্যেই গত দুইদিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। তবে হাসপাতালে নয়, এখনো বাড়িতেই তার চিকিৎসা চলবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020