1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
করোনায় আক্রান্ত সাংবাদিক বিকুল চক্রবর্তী
বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন




করোনায় আক্রান্ত সাংবাদিক বিকুল চক্রবর্তী

অনলাইন ডেস্ক:
    আপডেট : ২৫ আগস্ট ২০২০, ৯:০৫:১৮ পূর্বাহ্ন

: কোভিড- ১৯ করোনা ভাইরাস পরিস্থিতি সম্মুখযুদ্ধে থেকে সংবাদ প্রচার করছেন দেশের অসংখ্য গণমাধ্যমকর্মী। এই সময়ে দেশ ও মানুষের কল‍্যাণে জনসচেতনতায় কাজ করে যাওয়া দেশের অসংখ্য গণমাধ্যমকর্মীরা করোনা পজেটিভ হয়ে অনেকেই ইতিমধ্যে মৃত্যুকে আলিঙ্গন করেছেন অনেকে রয়েছেন চিকিৎসাধীন। তাদের একজন সাংবাদিক বিকুল চক্রবর্তী।

করোনা কালিন সময়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারী ও অসংখ্য সামাজিক কাজে জড়িত থেকে কাজ করা
ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর করোনা পজেটিভ ধরা পড়েছে। সোমবার ২৪ আগষ্ট রাতে আসা রিপোর্টে তার কোভিড –১৯ পজিটিভ সনাক্ত হয়।

এই করোনা পরিস্থিতিতে তিনি বিগত মার্চ মাস থেকেই ঝুঁকি নিয়ে সমাজ সচেতনতার কাজ করে চলেছেন এবং করোনাকালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছেন।

বর্তমানে তিনি নিজ বাসা শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা জানান। এখন পর্যন্ত তার শরীরে স্বাস্থ্য অবনতির কোনও প্রকাশ নেই।

এর আগেও গত মে মাসে একবার টেস্ট করালে তখন তার ফলাফল নেগেটিভ এসেছিলো। তিনি সকলের নিকট রোগমুক্তির জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন। আবুজার বাবলা, শ্রীমঙ্গল




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020