সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এর আগে তিনি স্বাস্থ্য বিভাগে নমুনা জমা দিয়েছিলেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন জানান, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নমুনার ফলাফল পজেটিভ এসেছে। তিনি এখন সুস্থ আছেন এবং নিজ বাসায় আইসোলেশনে আছেন।
এদিকে দীপঙ্কর কান্তি দে’র দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। তিনি বলেন দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সুনামগঞ্জের সাধারণ মানুষের পাশে ছিলেন দীপঙ্কর কান্তি দে। তার সুস্থতা কামনা করে তিনি সবার কাছে তার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।