1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
করোনা: জুড়ীতে বন্ধি ঘরে বসে সততা পরীক্ষা দিচ্ছে খুদে শিক্ষার্থীরা
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০১ অপরাহ্ন




করোনা: জুড়ীতে বন্ধি ঘরে বসে সততা পরীক্ষা দিচ্ছে খুদে শিক্ষার্থীরা

মনিরুল ইসলাম,জুড়ী
    আপডেট : ২৪ আগস্ট ২০২০, ৮:৪৮:২৭ পূর্বাহ্ন

:করোনায় থমকে গেছে বিশ্বের শিক্ষা ব্যবস্থা।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিগত পাঁচ মাস যাবত সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই শিক্ষকদের তৎপরতা। করোনা ভাইরাসের প্রথম থেকেই জুড়ী উপজেলার অনেক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা অনলাইনে ক্লাস সহ বিভিন্নভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর ইসলামিক একাডেমির শিক্ষার্থীরা ঘরে বসে সততা পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদের মা-বাবা পরীক্ষকের দায়িত্ব পালন করছেন। এ যেন সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর দুই অভিভাবক আব্দুল মালিক ও হাফিজুর রহমান বলেন, ঘরে বসে সততা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরো বৃদ্ধি পাবে। আমরা অভিবাবকরা এ পরীক্ষা কে সাধুবাদ জানাই।

দক্ষিণ বড়ডহর ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মোঃ সাদেকুর রহমান বলেন,করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখা গতিশীল রাখতে বিশেষ পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার সকল কার্যক্রমে আমাদের সহযোগিতা করার জন্য দঃবড়ডহর ইসলামিক একাডেমির সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির জুড়ী উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন লিটন বলেন, করোনাকালে জুড়ী উপজেলার ৩৩টি কিন্ডারগার্টেনের শিক্ষকরা অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। ইতিমধ্যে অনেক বিদ্যালয় ঘরে বসে সততা পরীক্ষা নিচ্ছে। অভিবাবকরা ঘরে বসে সততা পরীক্ষা কে সাধুবাদ জানিয়েছেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020