1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
করোনা পরিস্থিতিতে ‘মানসিক অবসাদে’ ভুগছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:২৫ অপরাহ্ন




করোনা পরিস্থিতিতে ‘মানসিক অবসাদে’ ভুগছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

রিপোর্টার
    আপডেট : ০৬ আগস্ট ২০২০, ৭:২৭:১০ অপরাহ্ন

করোনা পরিস্থিতিতে ‘মানসিক অবসাদে’ ভুগছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।বিবিসি জানায়, মহামারি ছাড়াও পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে ঘিরে বর্ণবৈষম্য নিয়েও বিষণ্ন হয়ে পড়েন তিনি।

মার্কিন সাংবাদিক মিশেল নরিসের সঙ্গে পডকাস্টে এক সাক্ষাতকারে সাবেক মার্কিন ফার্স্ট লেডি বিষয়টি প্রকাশ করেন।মিশেল ওবামা বলেন, মহামারি, বর্ণবৈষম্য এবং ট্রাম্প প্রশাসনের ভন্ডামির কারণে তিনি ‘হালকা মানসিক অবসাদে’ ভুগছেন।

এমন পরিস্থিতিতে তার ঘুম এবং শরীর চর্চার রুটিনে অনিয়ম তৈরি হয়।সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী বলেন, মাঝরাতে আমি জেগে উঠতাম কারণ কোনো কিছু নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম বা ভারাক্রান্ত হয়ে পড়তাম। তখন বুঝতে পারি কিছুটা মানসিক বিষণ্নতায় ভুগছি আমি।

মিশেল ওবামা বলেন, এটি শুধু কোয়ারেন্টাইন থাকার ফলেই নয়, এর মধ্যে বর্ণবাদী আচরণ এবং দিনের পর দিন প্রশাসনের যে ভণ্ডামি দেখছি তাতে আমার মনোবল ভেঙে গিয়েছে।

তিনি আরও জানান, কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তির অপমান, মৃত্যু, আঘাতপ্রাপ্ত হওয়া বা ভুলভাবে অভিযুক্ত করার ঘটনা তার মধ্যে অবসাদের জন্ম দেয়।করোনা পরিস্থিতির মধ্যে এমন মানসিক বিষণ্নতার সম্মুখীন এর আগে কখনো হননি বলে মিশেল ওবামা জানান।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020