1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
করোনা প্রতিবছর আসবে না এটা কোনো মৌসুমি ভাইরাস না।
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ন
করোনা প্রতিবছর আসবে না এটা কোনো মৌসুমি ভাইরাস না।

অনলাইন ডেস্ক
    আপডেট : ২৮ জুলাই ২০২০, ৪:৩২:৫২ অপরাহ্ন

করোনা মৌসুমি ভাইরাস নয়, প্রতি বছর আসবে না
করোনা ভাইরাস কোনো মৌসুমি বা ঋতুর ভাইরাস নয়।
করোনা ভাইরাস এটা কোনো মৌসুমি বা ঋতুর ভাইরাস নয়। ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে এটি হাজির হবে না।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্নরকম আচরণ করছে।ড. মার্গারেট হ্যারিস আরো বলেন, ‘জনসমাগম ভাইরাসের সংক্রমণে প্রভাব ফেলছে। সতর্কতা হিসেবে মানুষ সামাজিক দূরত্ব অবলম্বন করছে না।

তিনি বলেন, এই ভাইরাস সমস্ত আবহাওয়া পছন্দ করে, কিন্তু মূলত এটা যা পছন্দ করে তা হলো, যখন আমরা কারো সংস্পর্শে আসি তখন এটা আক্রমণ করে। তাই আসুন আমরা এটিকে সেই সুযোগ না দিই।’সংক্রমণের বিষয়ে তিনি বলেন, ‘এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে।

কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।’গণসমাবেশের মাধ্যমে ফের ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা।

সূত্র: ইউএন নিউজ, আনাদোলু এজেন্সি
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020