1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
করোনা : মৃত্যুর হারে ৬ নাম্বারে সিলেট
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:০৭ অপরাহ্ন




করোনা : মৃত্যুর হারে ৬ নাম্বারে সিলেট

অনলাইন ডেস্ক:
    আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১:৪৪:৪৯ অপরাহ্ন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন একজন। এখনও পর্যন্ত এ বিভাগে মোট মারা গেছেন ২০২ জন। করোনায় মৃত্যুর হারে দেশের আটটি বিভাগের মধ্যে সিলেট রয়েছে ৬ নাম্বার অবস্থানে।

আর ময়মনসিংহ বিভাগ রয়েছে সর্বনিম্ন অবস্থানে। এ বিভাগে মৃত্যুর হার সবচেয়ে কম। আজ বৃহস্পতিবার ( ১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


মৃতের বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছেন দুই হাজার ২৩৯ জন, যা শতকরা হিসাবে ৪৮ দশমিক ৩২ শতাংশ। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৯৮৪ জন, ২১ দশমিক ২৩ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৩৯৩ জন, আট দশমিক ৪৮ শতাংশ। রাজশাহী বিভাগে মারা গেছেন ৩১১ জন, ছয় দশমিক ৭১ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ২২০ জন, ৪ দশমিক ৭৫ শতাংশ।

সিলেট বিভাগে মারা গেছেন ২০৯ জন, শতকরা হিসাবে ৪ দশমিক ৫১ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ১৭৮ জন, তিন দশমিক ৮৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মোট মারা গেছেন ১০০ জন, যা  শতকরা হিসাবে দুই দশমিক ১৬ শতাংশ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020