সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন একজন। এখনও পর্যন্ত এ বিভাগে মোট মারা গেছেন ২০২ জন। করোনায় মৃত্যুর হারে দেশের আটটি বিভাগের মধ্যে সিলেট রয়েছে ৬ নাম্বার অবস্থানে।
আর ময়মনসিংহ বিভাগ রয়েছে সর্বনিম্ন অবস্থানে। এ বিভাগে মৃত্যুর হার সবচেয়ে কম। আজ বৃহস্পতিবার ( ১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিলেট বিভাগে মারা গেছেন ২০৯ জন, শতকরা হিসাবে ৪ দশমিক ৫১ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ১৭৮ জন, তিন দশমিক ৮৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মোট মারা গেছেন ১০০ জন, যা শতকরা হিসাবে দুই দশমিক ১৬ শতাংশ।