1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ন




করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে

অনলাইন ডেস্ক
    আপডেট : ০৮ আগস্ট ২০২০, ৫:২৭:১১ অপরাহ্ন

করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে,কোভিড ওয়ার্ডে জানলার কাচ অক্সিজেন সিলিন্ডার দিয়ে ভাঙলেন। তারপর চার তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন করোনা রোগী।শেষপর্যন্ত স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় বেঁচে যান ওই রোগী। শনিবার সকালে ঘটনাটি ঘটে ভারতের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আনন্দবাজারের খবরে বলা হয়, ওই হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে করোনা রোগীদের চিকিৎসা চলছে। সেখানে ভর্তি হন উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক বাসিন্দা। তার আগে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

নিউমোনিয়ার কারণে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ অক্সিজেন সিলিন্ডার দিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের জানলার কাচ ভাঙার চেষ্টা করেন তিনি।সে দৃশ্য দেখে ছুটে আসেন স্বাস্থ্যকর্মীরা। খবর যায় পুলিশে। তারাও ঘটনাস্থলে পৌঁছায়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020