আওয়ামী লীগ নেতা ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলের সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলা জরুরী। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনসমূহকে কাজ করতে হবে। উদ্দীপ্ত সিলেট’র আয়োজনে নগরীতে জনসাধারনের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ডা. শিপলু আরও বলেন একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের জন্য করোনা মহামারি থেকে নিজেদের সুরক্ষিত রাখা দরকার। নিজদের কে সুস্থ রাখতে, পরিবার ও দেশকে ভাল রাখতে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি সবাইকে মেনে চলার আহবান জানান তিনি।
আয়োজকদের পক্ষ থেকে বিপুল সংখ্যক জনসাধারণের প্রত্যেককে দুইটি করে মাস্ক ও সাবান বিনামূল্যে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উদ্দীপ্ত সিলেট এর সভাপতি আবিদ কাওসার, সহ সভাপতি তানজিনা চৌধুরী সাথি, সাহেদ আহমেদ, মতিউর রহমান চৌধুরী, সোলেমান আহমেদ, আলমগীর হোসেন, মোজাহিদ আহমেদ, সাব্বির আহমেদ, মাহফুজ আলী মারুফ, ফাইয়াজ সামাদ, সুমন আহমেদ, মেহদি আহমেদ, সৈয়দা পিংকি আক্তার, মুন্তাসির বিল্লাহ আদনান,সহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।