1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কর আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন




কর আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৪ জানুয়ারী ২০২৩, ৬:৪৫:৩৪ অপরাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) বিকেলে নির্বাচনের প্রতিদদ্ধিতাকারী প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু মনোনয়নপত্র গ্রহন করেন।

এসময় সহকারী নির্বাচন কমিশনার মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. খায়রুল আলম সহ কর আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল করেন সভাপতি পদে এম ই এম ইকবালুর রহমান ও সমর বিজয় শী শেখর, সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুল আলীম পাঠান ও গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. সফিকুল ইসলাম ও সুব্রত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে কাউছার মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম রিপন, মো. কামাল আহমদ ও মো. মাজাহারুল হক, পাঠাগার সম্পাদক পদে সৈয়দ আব্দুল হামিদ ও মওদুদ আহমদ, কার্যনির্বাহী সদস্য পদে মো. সুলেমান হোসেন খান, এম শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মোহাম্মদ আলী খোকন, মো. এমদাদুল হক, আতাউর রহমান সেগুল, মো. আবুল ফজল, আলী আহমদ, মো. হাসনু চৌধুরী।

মনোনয়পত্র দাখিলকালে নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু আগামী ১৯জানুয়ারি অনুষ্ঠিতব্য সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020