কলকাতার তরুণ প্রজন্মের আলোচিত নায়িকা কৌশানি মুখার্জি। এই নায়িকা আরেক অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দীর্ঘদিন।
লকডাউনের শুরুর দিকে কৌশানির বাড়িতেই আটকে ছিলেন বনি। সেই সময় অভিনেতা কৌশানির হাতের নানা রান্না থেকে ডেজার্ট খেয়ে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন। তাদের এই প্রেমের কথা কারও অজানা নয়।
এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। আগামী ডিসেম্বরেই নাকি রেজিস্ট্রি করছেন বনি-কৌশানি।
এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি গণমাধ্যমে কৌশানি বলেন, আমি কিন্তু প্রেম, সম্পর্ক, কোনও বিষয় নিয়েই লুকোছাপা করিনি। হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি কেন করব? এই তো সবে কাজ শুরু হলো। এখন সেটল করছি না।
বনি অবশ্য বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, রেজিস্ট্রি করার কোনও প্ল্যান নেই। করোনার জন্য সব তো পিছিয়েই গেল! আমাদের বিয়েও করোনার জন্যই আরও এক বছর পিছিয়ে গেল। ২০২২-এর আগে আমি ও কৌশানি, কেউ বিয়ে নিয়ে ভাবছি না। এখন কাজে মন দিতে হবে।