1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কলকাতার নতুন সিনেমায় জয়া আহসান
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন




কলকাতার নতুন সিনেমায় জয়া আহসান

বিনোদন ডেস্ক:
    আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৯:৪৭:৪০ পূর্বাহ্ন

অভিনয় গুণেই নিজ দেশ ছাপিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন কলকাতায়। সেখানে একের পর এক ছবিতেও দেখিয়েছেন অভিনয় কারিশমা। বর্তমানে দেশের চেয়ে কলকাতাতেই বেশি ব্যস্ত দেখা যায় তাকে। সেখানে পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্যও। এবার নতুন আরেক সিনেমায় অভিনয় করতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

নতুন এ ছবির নাম ‘ছেলেধরা’। এটি নির্মাণ করবেন শিলাদিত্য মৌলিক। সম্প্রতি এমন খবরই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এক প্রতিবেদনে তারা দাবি করেছে, জয়া আহসানকে দেখা যাবে ‘ছেলেধরা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে। যেখানে একজন মা হিসেবে হাজির হবেন তিনি। এর আগেও ‘কণ্ঠ’ ছবিতে মায়ের চরিত্রে দেখা গিয়েছিলো। তবে সেখানে ছিলেন তিনি চিকিৎসক।

আর নতুন ছবিতে জয়া অভিনয় করবেন মাদকে আসক্ত এক মায়ের চরিত্রে। এখানে জয়া ছাড়াও অভিনয় করবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, ঈশান মজুমদারসহ আরও অনেকে।

টাইমস অব ইন্ডিয়ার কাছে সিনেমার গল্প সম্পর্কে নির্মাতা শিলাদিত্য মৌলিক জানিয়েছেন, ছবিতে একটি অপহরণের গল্প বলা হবে। একটি অপহরণ মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করতে পারে আর তাদের ব্যক্তিগত দুর্বলতা দেখানো হবে। অক্টোবরে শুরু হবে এর শুটিং। এখানে সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য।

এদিকে জয়া বর্তমানে রয়েছে ঢাকাতেই। গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ছেলেধরা’ ছবির শুটিংয়ে যোগ দিতে অক্টোবরের শুরুতেই তিনি সড়কপথে কলকাতায় যাবেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020