1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কলম্বাসের দু’টি ভাস্কর্য অপসারণ শিকাগোতে
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন




কলম্বাসের দু’টি ভাস্কর্য অপসারণ শিকাগোতে

রিপোর্টার
    আপডেট : ২৫ জুলাই ২০২০, ৩:৪২:১৮ পূর্বাহ্ন

ছবি সংগৃহীত
কলম্বাসের দু’টি ভাস্কর্য অপসারণ শিকাগোতে আবিষ্কারক হিসেবে পরিচিত ক্রিস্টোফার কলম্বাসের দু’টি ভাস্কর্য অপসারণ করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবির মুখে গতকাল শুক্রবার অপসারণ করা হয়।শিকাগোর মেয়র লরি লাইটফুট জননিরাপত্তার স্বার্থে ভাস্কর্যগুলো অপসারণ করার নিদের্শ দিয়ে বলেন, পরবর্তীতে এসব ভাস্কর্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা বহুদিন ধরেই এসব ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছেন। এদিকে সিয়াটলের মেয়র জেনি ডুরকান তার শহরে ফেডারেল বাহিনী পাঠানোর বিরোধিতা করেছেন।তিনি বলেছেন, এটা একেবারেই অপ্রয়োজনীয়। প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে সহিংস বিক্ষোভ দমনে এই বাহিনী পাঠানোর কথা জানিয়েছিলেন।

  • রয়টার্স




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020