সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রয়াণের ৪৪ দিন পরে তাঁর পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় রবিবার দুপুর ২টায় কাজিপুরে আসেন। উপজেলার সীমান্ত বাজারে এক পথ সভায় যোগ দেন তিনি।
এসময় নাসিম পুত্র জয় বলেন, আমার মরহুম পিতার ব্যবহৃত মুজিব কোট পড়ে আজ আমি কাজিপুরে এলাম।মা আমাকে পড়িয়ে দিয়েছে।আব্বার মৃত্যুর পর এই প্রথম আপনাদের মাঝে এসে বারবার তাঁর কথা মনে পড়ছে। আগে ঢাকা থেকে যখন কাজিপুরের উদ্দেশ্যে রওনা দিতাম তখন বারবার ফোন করে তিনি আমার খোঁজ নিতেন। আজ কেউ আর ফোন দেয়নি।এসময় কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে প্রয়াত এমপি মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর জয় উপজেলার শুভগাছা, গান্ধাইল, কাজিপুর সদর, মাইজবাড়ি ও চালিতাডাঙ্গা ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেলে সিরাজগঞ্জ সদরের পাঁচ ঠাকুরিতে যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে যান তিনি।