1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কাজী আরেফ ও পীর হবিবুর রহমানের মৃত্যুদিবসে সম্মিলিত সামাজিক আন্দোলনের শ্রদ্ধা
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন
কাজী আরেফ ও পীর হবিবুর রহমানের মৃত্যুদিবসে সম্মিলিত সামাজিক আন্দোলনের শ্রদ্ধা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, ৮:৪৩:৫২ অপরাহ্ন

প্রয়াত দুই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত দুই নেতা হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ জাতীয় বীর কাজী আরেফ আহমেদ ও মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিষ্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক, জাতীয় নেতা পীর হবিবুর রহমান। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাদ্বয় জাতীয় বীর কাজী আরেফ আহমেদ ও জাতীয় নেতা পীর হবিবুর রহমানের মৃত্যু দিবসে প্রয়াতদ্বয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

জাতীয় বীর কাজী আরেফ আহমেদের কথা উল্লেখ করে বক্তারা বলেন,স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা, মুক্তিযুদ্ধের নিউক্লিয়াস সদস্য আইয়ুব-ইয়াহিয়া বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শহীদ জাতীয় বীর কাজী আরেফ আহমেদ ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে কুষ্ঠিয়া জেলার মিরপুরে প্রকাশ্যে সন্ত্রাসীদের বুলেটের আঘাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মহাপ্রয়ানে দেশবাসী একজন সৎ, নির্ভিক, সাহসী দেশপ্রেমিককে হারালো। বক্তারা কাজী আরেফ আহমেদের ২৪তম হত্যাদিবসে তার স্মৃতির প্রতি গভীর সম্মান জ্ঞাপন করে কাজী আরেফ আহমেদের হত্যার মূল রহস্য উদঘাটন ও প্রকৃত দোষীদের শাস্তি বিধানের দাবি জানান।

একই বিবৃতিতে বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা, ভাষা সৈনিক ও জাতীয় নেতা পীর হবিবুর রহমানের নাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা বলা হয় ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশবাসী একজন অসাম্প্রদায়িক চেতনার সাদামনের মানুষকে হারালো। পীর হবিবুর রহমানের ১৯তম মৃত্যুদিবসে সম্মিলিত সামাজিক আন্দোলন প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020