1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কামারচাকের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটিকে ৩০ (ত্রিশ) শয্যা করণে সিভিল সার্জনের পরিদর্শন
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩০ অপরাহ্ন




কামারচাকের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটিকে ৩০ (ত্রিশ) শয্যা করণে সিভিল সার্জনের পরিদর্শন

জোবায়ের আহমদ, মৌলভীবাজার থেকে
    আপডেট : ২৯ আগস্ট ২০২০, ৫:০৯:৩৫ অপরাহ্ন

রাজনগর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, মোঃ শাহজাহান খান এর আবেদনের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট শিল্পপতি ও তরুণ সমাজসেবক, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ জিল্লুর রহমানের অক্লান্ত প্রচেষ্টায় মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নস্হ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটিকে ৩০ (ত্রিশ) শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নির্দেশে, আজ ২৯শে আগস্ট শনিবার বিকেলে ৭নং কামারচাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শনে আসেন, ডাঃ তৌহিদ আহমদ, সিভিল সার্জন মৌলভীবাজার জেলা। ডাঃ বর্নালী দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাজনগর, মৌলভীবাজার।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ কায়েস আহমদ, কামারচাক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য, অলিলা গ্রুপের পরিচালক,জনতার বন্ধু মোঃ জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও মৌলভীবাজার সদর রাজনগর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নেছার আহমদ এমপি মহোদয়কে কামারচাক ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়েছেন অত্র ইউনিয়নের আপামর জনসাধারণ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020