বহু পুরনো এই মঠ অজানা পরিচয়ে বেচে আছে। মাঠে সবুজের সমারোহের মাঝে দাড়িয়ে আছে এই মঠ। কারো জানা নেই এই মঠ কার? হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির কাচুয়া গ্রামের বহুকাল ধরে প্রাণবন্ত নিয়ে সবুজের মাঝে পরিচয়হীনভাবে দাড়িয়ে আছে।
চুনারুঘাট – আসামপাড়া, আমুরোডমুখি মানুষের যাতায়াতে মানুষের নজরকাড়ে। অনেকে আবার স্মৃতি হিসাবে ছবি বা সেলফি তুলে রাখছে। কাচুয়া এলাকার প্রবীণ বয়সী অদু মিয়া বলেন, আমার বয়স প্রায় ৯০ বছর। আমি ছোটবেলা থেকে এই মঠ যেভাবে দেখছি, তা এখনো তেমনি আছে। ইট বালুর তৈরী এই মঠটি সামনের দিকে কিছু অংশ কলছে গেছে। তবুও প্রাণবন্ত নিয়ে বেচে আছে।
জসিম মিয়া নামে একজন বলেন, অজানা এই মঠ বহু পুরনো, শুনেছি হিন্দু সম্প্রদায়ের যোগী,বৈষ্ণব ও সাধুসন্ত কেউর সমাধিস্থল হতে পারে। সবুজের সমারোহের মাঝে এই মঠটি প্রাণবন্ত নিয়ে দাড়িয়ে আছে। তা আজ পরিচয় অজানা থাকলেও এক সময় পরিচয় নিয়েই বেচে ছিল। পরিচয়হীনতার মাঝেও সে থাকবে চিরকাল, এমন প্রত্যাশা সবার।