কুয়েতে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর সাথে এফবিসিসিআই আইকন ৬০ মতিঝিল এ সৌজন্য সাক্ষাৎ করেছেন ।এ সময় মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে অভিন্দন জানিয়েছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। শেখ ফজলে ফাহিম বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরত্ব আরোপ করেন। নব-নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বলেন বাংলাদেশ-কুয়েত স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক, বৈশ্বিক এবং বাণিজ্যিক ইস্যুগুলো নিয়ে সামনের দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবো। উপস্থিত ছিলেন, এফবিসিসিআই ডিরেক্টর মো: মনির হোসাইন ও এ্যাডিশনাল সেক্রেটারি মো: মামুনুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।