1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কুলাউড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন




কুলাউড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মনিরুল ইসলাম,জুড়ী
    আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ৯:২৪:৩৯ পূর্বাহ্ন

’:মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান(৭৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশনের এডমিশন অফিসার জামাল হাসান।
জানা যায়, ইউপি চেয়ারম্যান শাহজাহান গত ২৮ আগস্ট সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইউপি চেয়ারম্যান এর মৃত্যুতে আওয়ামীলীগের নেতাকর্মীসহ ইউনিয়বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সকলে শোক প্রকাশ করেছেন।

আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় গত ৩০ আগস্ট তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।তারপর তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল এ করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020