কুলাউড়া থানা পুলিশের অভিযানে দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। রোববার (২৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, রোববার (২৩ এপ্রিল) রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম এর মাদক বিরোধী অভিযানে কুলাইড়া উপজেলার কালিটি চা বাগানের বাঁশলাইন এলাকা থেকে দেশীয় তৈরি চোলাইমদসহ মাদক কারবারি অনন্ত কৈরীকে আটক করা হয়েছে। এ সময় আটককৃত অনন্ত কৈরীর ঘর তল্লাশী করে ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, মদসহ আটক মাদক কারবারি অনন্ত কৈরীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরর পর সোমবার (২৪ এপ্রিল) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।