মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রেললাইনের পাশের একটি জঙ্গলে ওই মৃতদেহ পাওয়া গেছে।
শনিবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটিকি এলাকার রেললাইনের পাশে একটি জঙ্গল থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে ওই নারী মানসিক রোগী ছিলেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এ ব্যাপারে বলেন, শনিবার দুপুরে খবর পাই বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গলের মধ্যে নারীর লাশ পড়ে আছে। স্থানীয়দের মাধ্যামে জানতে পারি এই নারী মানসিক অসুস্থ ছিলেন এবং ওই এলাকায় রাস্তাঘাটে ভবঘুরের মতো চলাফেরা করতেন। এখনো নারীর কোন নিশ্চিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ সুরতহালে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ।