1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কুলাউড়ায় উপজেলা প্রকৌশলীর উপর দুর্বৃত্তদের হামলা
শনিবার, ১০ জুন ২০২৩, ০২:২৮ অপরাহ্ন




কুলাউড়ায় উপজেলা প্রকৌশলীর উপর দুর্বৃত্তদের হামলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
    আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১০:২১:২৬ অপরাহ্ন

কুলাউড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিনিয়র উপজেলা প্রকৌশলী অমিনুল ইসলাম মৃধার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে গত চার মাসের ব্যবধানে দুই বার তাঁর উপর হামলা করে দুর্বৃত্তরা।

উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা জানান, রোববার বিকেলে তিনি অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার পথে উপজেলা পরিষদ এলাকার সামনেই কতিপয় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল গতিরোধ করে এবং তার উপর হামলা চালায়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দৃশ্যটি স্থানীয় পথচারীরা দেখে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে তাকে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার ও অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, প্রকৌশলীর মাথায় ২টি সেলাই দেওয়া হয়েছে। মাথায় তিনি গুরুতর আঘাত পেয়েছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, এটা খুবই দু:খজনক ঘটনা। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ৭ আগস্ট ওই প্রকৌশলীর উপর প্রথমবার হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত সরকারি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছিলো।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020