কুলাউড়া শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু উদ্যান (ডাকবাংলো মাঠে) মাসব্যাপি বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি চেয়েছে (পুলিশ নারী কল্যাণ সংস্থা) পুনাক।
এদিকে সেই মেলার অনুমতি না দিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মাারকলিপি দিয়েছে ব্যবসায়ী কল্যাণ সমিতি। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি ইউএনও অফিসে জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত দুই বছর যাবৎ করোনা পরিস্থিতি ও ভয়াবহ বন্যার কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ। এ ছাড়া সরকারের ট্যাক্স, ভ্যাট, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারী বেতন নির্বাহ করা ব্যবসায়ীদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। মাসব্যাপি বানিজ্য মেলার আয়োজন ব্যবসায়ীদের জন্য হবে মরার উপর খঁড়ার ঘা।
ব্যবসায়ী সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই জানান, স্মারকলিপির অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বরাবরে দেওয়া হয়েছে। স্মারকলিপি প্রদানকালে কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, পুনাক নামে পুলিশের একটি নারী সংগঠন মেলার জন্য বঙ্গবন্ধু উদ্যানের অনুমোদন চেয়ে আবেদন করেছে। শুনেছি ব্যবসায়ী কল্যাণ সমিতি অনুমতি না দিতে একটি স্মারকলিপি দিয়েছে। তাদের স্মারকলিপি দেখে পরবর্তীতে এব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।