1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কোম্পানীগঞ্জে দু'পক্ষের মারামারিতে ১৩ জন আহত
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন




কোম্পানীগঞ্জে দু’পক্ষের মারামারিতে ১৩ জন আহত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
    আপডেট : ০২ জানুয়ারী ২০২৩, ৮:২৬:৪২ অপরাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ী গ্রামে জমি নিয়ে মারামারিতে ১৩ জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার (২ জানুয়ারি) বেলা ৩টায় কাঠালবাড়ি বিলে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় আহম্মদ আলী (৩৫) ও আরিফুল ইসলাম (২৬) নামে ২ জন। তারা কাঠালবাড়ী গ্রামের জসিম উদ্দিনের পুত্র। তাদের মধ্যে আহম্মদ আলীর হাতের কব্জি কেঠে ফেলা হয়েছে ও আরিফুল ইসলামের মাথায় কুপ দেওয়া হয়েছে। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে মারামারি হয়েছে। এতে ২ পক্ষের কমপক্ষে ১৩জন আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার শাহ আলম জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারামারি থামায়। মারামারিতে ব্যবহৃত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে আটক করা হয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020