1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন




কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ২৫ আগস্ট ২০২২, ৮:৪৯:৩৬ অপরাহ্ন

সিতা’র আর্থিক সহযোগিতায় সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে ও এফআইভিডিবি এর বাস্তবায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পুর্ব ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপকারভোগীর মাঝে এই অর্থ প্রদান করা হয়।সর্বমোট ৩ টি ইউনিয়নে মোট ৭২০ পরিবারকে পর্যায়ক্রমে ৪৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোকন রঞ্জন দে,ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা,সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট অফিসার তপন বালা, আবু বকর সিদ্দিকী অফিসার সিডা|

এছাড়াও উপস্থিত ছিলেন এফআইভিডিবি এর কর্মকর্তা জালাল উদ্দীন, সুশান্ত কুমার দাস, ফারুক আহমদ,সাজিদ মিয়া,তন্ময় নাথ তনু,মোঃ হারুন আল-রশিদ,আব্দুল মালেক প্রমুখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020