কোম্পানীগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শামীম আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদ হোসেন, উপজেলা আইসিটি অফিসার নাঈম হাসান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, শিক্ষক মিজানুর রহমান, মোঃ ছদরুদ্দিন, এমাদ উদ্দিন, মাসুক আহমদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপী এ মেলায় উপজেলার ১৪টি মাধ্যমিক স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নিয়েছে।