মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও খেলাধুলা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা ও মসজিদ, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও হাসপাতালে খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন আরিফ প্রমুখ।