সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের শতবর্ষী ব্যক্তি আমজদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রুগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১০ বছর । তিনি স্ত্রী ৮ ছেলে ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি খুব সহজ-সরল ও আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমজদ আলী কলাবাড়ী গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। উনার স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাযার নামাজে ছিল মানুষের ঢল।
জানাযায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজদ, যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন, বিশিষ্ট মুরব্বি ইলিয়াছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ফ্যামিলি প্লানিং অফিসার এনায়েতুল ইসলাম, কলাবাড়ী মাদ্রাসার মোহতামিম মুফতি আ: মছব্বির, মাওলানা জহির উদ্দিন, হাফেজ জামাল উদ্দিন,সাংবাদিক আব্দুল আলীম, মইন উদ্দিন মিলন, শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ।
পরিবারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ ও জানাযার ইমামতির দায়িত্ব পালন করেন মরহুমের নাতী মুফতি বিলাল আহমদ নোমান। শুক্রবার বাদ জুম্মা কলাবাড়ী শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।