1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ক্রোয়াটদের হারাতে যে একাদশ নিয়ে আজ খেলবে আর্জেন্টিনা
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন




ক্রোয়াটদের হারাতে যে একাদশ নিয়ে আজ খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:
    আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১:৩২:৫৬ অপরাহ্ন

ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াইয়ে আজ মাঠে নামবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। মেসির হাতে বিশ্বকাপ তোলে দিতে মরীয়া আর্জেন্টিনা একাদশে আজকের ম্যাচে থাকবে কিছু পরিবর্তনও। অন্যদিকে লুকা মদরিচের দল ক্রোয়েশিয়াও প্রস্তুতি সেরেছে লিওদের হারাতে।

দুই দলই ইতিমধ্যে গুছিয়ে নিয়েছে আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ। নিঃসন্দেহে আজকের ম্যাচেও তিন থেকে ৪জন খেলোয়াড়কে মেসিকে সামলানোর ভার দেয়া হবে। গত আসরে ফাইনালেও গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছে ক্রোয়েশিয়ার। এই আসরে সেই ভুল তারা করতে চায় না। ম্যাচের আগে লুকাও তাই জানিয়েছেন তারা মুখিয়ে আছেন আর্জেন্টিনাকে হারাতে।

তবে ক্রোয়াটদের বিপক্ষে আজকের ম্যাচে কিছুটা হতাশার খবর আছে আর্জেন্টিনা শিবিরে। আগেই জানা গিয়েছিল, সেমিফাইনালে খেলতে পারবে না লে আলবিসেলেস্তেদের রক্ষণভাগের ফুটবলার গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস আকুনা। গুরুত্বপূর্ণ এই দুই জনকে ছাড়াই তাই একাদশ সাজাতে হবে লিওনেল স্কলানিকে।

সে হিসেবে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে নিকোলাস তাগফিয়ালিগোর। এই ম্যাচে শুরু থেকেই খেলতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সেমিফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আক্রমণভাগে মারিয়ার সঙ্গে যথারীতি থাকছেন জুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি। এই ম্যাচে ফলস নাম্বার নাইন হিসেবেই খেলতে পারেন মেসি। ম্যাচের পরিস্থিতি বুঝে ওপরে নিচে উঠানামা করতে পারেন আর্জেন্টাইন জাদুকর।

অন্যদিকে ক্রোয়াট শিবিরে কোনো দুঃসংবাদ নেই। সেরা একাদশই পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ জলাটকো দালিচ। ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের শুরুর একাদশই নিয়ে মাঠে নামতে পারে ‘দ্য চেকার্ড ওয়ানস’ শিবির।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, অ্যানহেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ: ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জোসিপ জুরানকভিচ, দেজান লোভরেন, জিভার ডিওল, বোর্নো সোসা, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, মারিও পেস্যালিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ইভান পেরিসিচ।

আজ (১৩ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইন স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। বাংলাদেশে সরাসরি খেলা সম্প্রচার করবে গাজী টিভি এবং টি স্পোর্টস। এছাড়াও টফি এপ ব্যবহার করেও সরাসরি খেলা দেখা যাবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020