বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের পুনর্বাসনে কাজ করবে সরকার। বন্যায় কত মানুষ ঘরবাড়ি ফেলে এসেছেন- পুলিশ তাদের সেদিকে নজর রাখবে। বন্যায় মোকাবেলায় জনপ্রতিনিধি গ্রামবাসী, প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে। তিনি বলেন, সিলেট-সুনামগঞ্জে আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। বর্তমানে বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হচ্ছে। পাহাড়ে বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।
তিনি বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন।
ড. বেনজীর আহমেদ আরও বলেন, বন্যায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্থদের মাঝে পুলিশ ত্রাণতৎপরতা অব্যাহত রেখেছে। এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাহিরপুর বাঁধঘাট স্কুল মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। সেখানে বানভাসিদের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদান করেন। পরে বন্যা কবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করে বিশ্বম্ভপুর থানায় আশ্রয় নেওয়া বন্যার্ত লোকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ ও সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।