1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
খুলছে চাকরির বাজার
বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন




খুলছে চাকরির বাজার

অনলাইন ডেস্ক:
    আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ৯:২৯:৪৫ পূর্বাহ্ন

করোনার প্রভাবে দীর্ঘ ৬ মাস ঝিমিয়ে পড়েছিলো দেশের চাকরির বাজার। সরকারি কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো ছিলোই না বরং আটকে ছিলো নিয়োগ প্রক্রিয়া। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানেও ৮০ শতাংশ কমে গিয়েছিলো চাকরির বিজ্ঞপ্তি।

 

তবে ধীরে ধীরে খুলতে শুরু করেছে দেশের চাকরি বাজার। অনলাইন ভিত্তিক চাকরি খোঁজা প্রতিষ্ঠান বিডি জবস জানায়, গত দেড় মাসে আড়াই হাজার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দেশে প্রতিবছর ২০ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করে। যার মধ্যে অধিকাংশ তরুণের পছন্দের তালিকায় সরকারি চাকরি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি ব্যাংকে ১ হাজার ৫১১টি শূন্য পদে খুব শিগগিরই লিখিত ও এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৪০ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেছে। এছাড়া সমাজকল্যাণ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সরকারি প্রতিষ্ঠানে যেসব নিয়োগ পরীক্ষা করোনা মহামারির কারণে আটকে ছিলো তা আবার শুরু হতে চলেছে। এক্ষেত্রে গত ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স ৩০ হয়েছে তারাও এ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। এরই মধ্যে গত শুক্রবার সরকারি চাকরির দুটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আগামী নভেম্বরে দেশে চাকরির বাজার স্বাভাবিক হতে পারে। এর ফলে চাকরি প্রত্যাশীদের মধ্যে স্বস্তির দেখা মিলেছে।

তবে শিক্ষাবিদ ড. একে আজাদ বলেন, করোনার কারণে কোন কিছুই এখন থেমে নেই। স্বাস্থ্যবিধি মেনে চাকরির বাজার খুলছে এটি আশার কথা। তবে মনে রাখতে হবে করোনা পরিস্থিতিতে বেকারত্বের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় নতুন চাকরির ক্ষেত্র তৈরি করতে হবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020