বাংলাদেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর সাবেক ভাইস-প্রেসিডেন্ট, দুইবারের সাধারণ সম্পাদক, সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক ও কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী কে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইচ-প্রেসিডেন্ট (সিলেট বিভাগ) হিসেবে মনোনীত করে তালিকা প্রকাশ করা হয়েছে।
গত বছরের ২৪ সেপ্টেম্বর-২০২২ ঢাকা সুফিয়া কামাল মিলনায়তন জাতীয় যাদুঘরে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে কার্য-নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে তাঁকে মনোনীত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগামী ১৮ মার্চ শনিবার সংগঠনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাহী সদস্য, সিলেট মোবাইল পাঠাগারের প্রতিষ্ঠাতা ও বর্তমান কমিটির চেয়ারম্যান, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি, সিলেট লেখক পরিষদের সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন ল কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক ও সিলেট মেট্টপলিটন কিন্ডারগার্টেন স্কুলেরও তিনি প্রতিষ্ঠাতা। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটি ও অপরাধ পুনর্বাসন সংস্থার আজীবন সদস্য। সিলেটের সাহিত্য সংস্কৃতি পাড়ার এক পরিচিত নাম দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
মাহমুদ রাজা চৌধুরী স্কুল জীবন থেকে লেখালেখি শুরু করেন। স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় তাঁর অনেক কবিতা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তাঁর দুটি যৌথ কাব্যগ্রন্থ (‘দশ আকাশে একশ তারা’ ও ‘দিগন্ত আজ বৃষ্টিভরা’ প্রকাশিত হয়েছে। ১৯৯০ সালে তিনি বিভিন্ন প্রিন্ট পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৮৬ সালে তিনি দর্পন থিয়েটার মাধ্যমে মঞ্চ নাটক করেন। সাংবাদিকতা ছাড়াও তিনি সাহিত্য-সাংস্কৃতিক, শিক্ষা ও সমাজসেবা কার্যক্রমের সাথে জড়িত আছেন। পাশাপাশি একাধিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও তিনি সম্পৃক্ত। তিনি একাধারে একজন লেখক, প্রাবন্ধিক, সাহিত্য-সংস্কৃতিসেবী, শিক্ষাণুরাগী ও সমাজসেবক এবং একজন শক্তিমান সংগঠক।
এ পর্যন্ত বেশ কয়েকটি সাময়িকী ও স্মারক সম্পাদনা করেছেন তিনি। ১৯৯৭ সালে তিনি ‘পবন’ সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক, ১৯৯৭ সালে সিলেট লেখক পরিষদ কর্তৃক প্রকাশিত ‘ তথ্যপ্রযুক্তির বিশ্বায়নে আমাদের সাহিত্য’ স্মারক গ্রন্থের সম্পাদক, ১৯৯৮ সালে ‘সিলেট নগর নয় মহানগর’ ভোগলিক সমীক্ষা স্মারকের সম্পাদক ও প্রাচীন সাহিত্য পত্রিকা ‘আল-ইসলা’র প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ”ছায়ালাপ’র সম্পাদক মন্ডলীর সভাপতি ও কেমুসাস থেকে প্রকাশিত ‘আল-ইসলাহ’র সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন।
শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ দেওয়ান ছনুবর রাজা চৌধুরী, রাজনীতিবিদ দেওয়ান আজরফ, প্রাবন্ধিক, সাংবাদিক, বিদ্যাবিনোধ ও ভাষাসৈনিক দেওয়ান আহবান চৌধুরী (এমএলএ-১৯৩৮ আসাম), সাংবাদিক, ভাষাসৈনিক, রাজনীতিবিদ ও জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ তাদের উত্তরসূরী দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
মাহমুদ রাজা চৌধুরী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি লেখক গীতিকার ও গবেষক দেওয়ান মুফিদ রাজা চৌধুরী ও হযরত শাহজালাল (র.) সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম সৈয়দ শাহধরং (মৌলভীবাজার কাজির বাজার) বংশধর সৈয়দা ছইফা বেগমের প্রথম সন্তান।