1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
গণভোটে কিউবায় সমকামী বিয়ের বৈধতার পক্ষে রায়
রবিবার, ২৭ নভেম্বর ২০২২, ০৫:১৫ পূর্বাহ্ন
গণভোটে কিউবায় সমকামী বিয়ের বৈধতার পক্ষে রায়

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ৫:২৮:৪৪ পূর্বাহ্ন

ক্যারিবীয় দ্বীপদেশ কিউবায় গণভোটে সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির জনগণ। বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত রবিবার দেশটির প্রায় দুই তৃতীয়াংশ নাগরিক পারিবারিক আইনের (ফ্যামিলি কোড) সংষ্কারে অনুমোদন দিয়েছে।

এর ফলে দেশটিতে এখন সারোগেসির (সন্তান জন্ম দিতে গর্ভ ভাড়া নেওয়া) সুযোগ মিলবে, সমকামী পুরুষ দম্পতিও বাচ্চা দত্তক নেওয়ার অধিকার পাবে।

গত রবিবার ভোট হওয়ার আগে দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল বলেন, নতুন পারিবারিক আইনে মানুষ, পরিবার ও বিশ্বাসের বৈচিত্রের প্রতিফলন আছে এবং দেশের সিংহভাগ নাগরিকই এর পক্ষে রায় দিবে।

নির্বাচনের ফলাফলেও তার কথার প্রতিফলন দেখা যায়। সোমবার প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা যায়, ভোটের ৬৬ শতাংশ রায়ই সংস্কারের পক্ষে পড়েছে। যদিও সংস্কার অনুমোদিত হতে ৫০ শতাংশ ভোটের সমর্থন থাকলেই হতো।

বহু মানুষ সমকামী বিয়ের পক্ষে সমর্থন জানালেও বিপুল সংখ্যক মানুষ এর বিরোধিতা করছেন। বিশেষ করে কট্টর খিস্টান, এমনকী ধর্মবিশ্বাসী নন এমন অনেক রক্ষণশীলও সমকামিতাকে বৈধতা দেওয়ার পক্ষে নন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020