1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ৯ম আঞ্চলিক অধিবেশন
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০৫ অপরাহ্ন




গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ৯ম আঞ্চলিক অধিবেশন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৩ জানুয়ারী ২০২৩, ৭:৫৫:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম বলেছেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হাতে গড়া বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি ও শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, ভবিষতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন ও হলুদে পাখি সম্প্রসারণ বিরাট ও কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন সংগঠন নারীদের মানবিক গুণাবলি সমৃদ্ধ ভবিষ্যৎ মানুষ গড়তে সহায়তা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে।

তিনি (৩ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের আলমপুরস্থ দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের উদ্যোগে ৯ম আঞ্চলিক পরিষদ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও ট্রেইনার সুফিয়া বেগম এবং পূর্ণিমা দাশ তালুকদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) ও ইডেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব সাবিনা ফেরদৌস, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন জাতীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জাহান আরা বেগম, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বেগম নুছরত হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সুনামগঞ্জ জেলার কমিশনার নাসিমা রহমান, হবিগঞ্জ জেলার কমিশনার নাছিমা আক্তার খানম, মৌলভীবাজার জেলার কমিশনার নূরজাহান সূয়ারা, সিলেট জেলার সিদ্দিকী খাতুন, সাহানা জাফরীন রোজী, চৌধুরী ফেরদৌস আরা কামাল, সালমা বাছিত, ফরহাত আরা বেগম প্রমুখ। অধিবেশন শেষে আঞ্চলিক পরিষদ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন জেলার অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অধিবেশনের অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020