1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
গীতামন্দিরে গীতা বিষয়ক সেমিনার শুক্রবার
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:১২ অপরাহ্ন




গীতামন্দিরে গীতা বিষয়ক সেমিনার শুক্রবার

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ৬:৫৭:৫১ অপরাহ্ন

শ্রীমদ্ভগবদগীতায় ইষ্টনিষ্ঠা বিষয়ক ২৩৬ তম শ্রী শ্রী গীতা বিষয়ক সেমিনার শুক্রবার (৩০ ডিসেম্বর) সিলেট নগরীর পুরানলেনস্থ শ্রী শ্রী গীতামন্দিরে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন গুরুকুঞ্জ দাড়িয়াপাড়া সিলেটের শ্রী লাভলী দেব রায়।

প্রবন্ধ উপস্থাপন করবেন সিলেট নিম্বার্ক আম্রম গীতা শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষক শ্রী বনমালী ভট্টচার্য্য। স্বাগত বক্তব্য রাখবেন শ্রীশ্রী গীতা মন্দির পরিচালনা কমিটির সদস্য শ্রী রতন লাল সাহা এবং আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি (পদার্থ বিজ্ঞানের) প্রথম বর্ষের ছাত্রী শ্রী অনন্যা অদিতি চৌধুরী, গীতাপাঠ চক্রের সদস্য শ্রী অশোক কুমার রায় ও করের পাড়া গীতা সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী কনক জ্যোতি মজুমদার।

এতে সভাপতিত্ব করবেন মহানাম সেবক সঙ্ঘ শ্রীহট্ট এর সভাপতি ডা. শ্রী সত্যরঞ্জন দেব। সঞ্চালক হিসেবে থাকবেন চালিবন্দরস্থ ছাত্রবাসের শ্রী নীপা দেবনাথ। উক্ত সেমিনারে অংশগ্রহনের জন্য সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দকে গীতা মন্দিরের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020