1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
গীতিকার ম. আনফর আলী স্মরণে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন




গীতিকার ম. আনফর আলী স্মরণে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ৫:৪৬:১০ পূর্বাহ্ন

সিলেটের বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার ম. আনফর আলী স্মরণে দো’আ মাহফিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফেসবুক ভিত্তিক পেইজ ফেবু বিশ্ববিদ্যালয় গ্রুপের এডমিন কবি মোহাম্মদ ইব্রাহিম আলী। সভা সঞ্চলনায় ছিলেন,কথা সাহিত্যিক মুহিবুল ইসলাম।

স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেছেন-  গীতিকার ম. আনফর আলী তাঁর কর্মগুণেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।বহুমুখী প্রতিভার অধিকারী ম. আনফর আলী সাহিত্যের সবকটি শাখায় বিচরণ করেছেন দাপটের সাথে। তাঁর স্পষ্ট উচ্চারণ এবং সততা ছিল এই গুনী মানুষটির নিত্যসঙ্গী। ফলে বেঁচে থাকাকালীন অনেক কষ্টে জীবন যাপন করলেও তিনি নিজ জায়গায় ছিলেন অনড়। মরহুম এই গুনী মানুষটির জন্য একটি তথ্য বহুল স্বারকগ্রন্থ প্রকাশের জন্য সভায় বক্তারা একমত পোষণ করেন।

সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরান, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, কবি এখলাছ উর রহমান, গীতিকবি হরিপদ চন্দ, কবি, ছড়াকার,সাংবাদিক ও চন্দ্রবিন্দু সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, কবি কামাল আহমদ, কবি সৈয়দ আছলাম হোসেন, কুবাদ বখত চৌধুরী রুবেল, এম কামরুল চৌধুরী,পারভেজ হোসেন তালুকদার, দেবব্রত রায় দিপন ও ছড়াকার ও অটোগ্রাফ সম্পাদক আবদুল কাদির জীবন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি সৈয়দ মুক্তদা হামিদ। সবশেষে দোয়া পরিচালনা করেন কবি মোহাম্মদ ইব্রাহিম আলী।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020