1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
গুয়েতেমালাকে উড়িয়ে আর্জেন্টিনার জয়
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন




গুয়েতেমালাকে উড়িয়ে আর্জেন্টিনার জয়

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৪ মে ২০২৩, ৯:১৪:২৪ অপরাহ্ন

ঘরের মাঠে বিশ্বকাপের শুরু থেকেই উড়ছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। প্রথম ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে জমজমাট লড়াইয়ের পর ২-১ গোলে জিতেছিলেন লিওনেল মেসির উত্তরসূরীরা। সেই ফর্ম তারা এবার দ্বিতীয় ম্যাচেও টেনে গেলেন।দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টাইন যুবারা।

মঙ্গলবার (২৪ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় আর্জেন্টিনার স্তাদিও ইউনিকো মাদ্রিদে কুইদাদেসে গুয়েতেমালা অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হয়ে ম্যাচটিতে জয় পায় ৩-০ গোলে। এর আগে শনিবার নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছাড়েন আলবিসেলেস্তেরা।

ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যান স্বাগতিকরা। দলের হয়ে গোল করেন আলেজো ভেলিজ। প্রথমার্ধে ওই এক গোলেই এগিয়ে ছিলেন আলবিসেলেস্তের যুবারা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে লালকার্ড (দুই হলুদ কার্ডে) দেখে মাঠ ছাড়েন গুয়েতামালার কার্লোস ইউলিয়ান সান্তোস ভার্গাস। এতে করে ১০ জনের দলে পরিণত হন গুয়েতেমালা।

একজন কম খেলোয়াড়ের সুবিধা নিয়ে ম্যাচের ৬৫তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন বদলি হিসেবে মাঠে নামা আর্জেন্টিনার লুকা রোমেরা। তবে ম্যাচের ৮২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনাও। ম্যাচে দুটি হলুদ কার্ড (লালকার্ড) দেখে মাঠ ছাড়েন থমাস অ্যাভিলেস।

তবে এতে আলবিসেলেস্তেদের জয় পেতে কোনো কষ্ট হয়নি। অতিরিক্ত সময়ের যোগ করা ৮ম মিনিটের সময় মেক্সিমো পেরোনে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোল করেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

শীর্ষস্থান টিকিয়ে রাখার লড়াইয়ে আগামী ২৬ মে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এখন পর্যন্ত গোছানো খেলা উপহার দিয়েছে হ্যাভিয়ের মাসচেরানোর দল। একইদিন মাঠে নামবে গ্রুপের বাকি দু’দল গুয়াতেমালা ও উজবেকিস্তান।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020