সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌর এলাকার স্বরস্বতী কামারগাঁও গ্রামের প্রবাসী জাকারিয়া আহমদের বাড়িতে এভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডর ঘটনায় প্রায় ১০ লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ করে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছে খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। অগ্নিকাণ্ডে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি।