বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে শুরু হয়েছে। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (১০ ডিসেম্বর) নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। বেলা ১১টায় গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ১০টাতেই সমাবেশ শুরু করে দেওয়া হয়।
গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফাসহ নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে। তবে হরতাল বা অবরোধের মতো কোনো কর্মসূচি দেওয়া হবে না। লংমার্চ, রোডমার্চ, মানবঢাল, অবস্থান, ইস্যুভিত্তিক প্রতিবাদ বা বিক্ষোভের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।
এদিকে, শনিবার ভোর থেকে গণসমাবেশে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। অনেকে রাতেই সমাবেশস্থলে উপস্থিত হন। বিএনপির কর্মী-সমর্থকদের মঞ্চ নির্মাণ থেকে শুরু করে মাইক লাগানোর কাজে সহযোগিতা করতেও দেখা যায়। রাতে সমাবেশস্থলে অবস্থান নেয়া কর্মীদের মধ্যে তরুণরা ছিল সংখ্যায় বেশি। ঠান্ডা থাকায় অনেকেই কাগজ ও লাকড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন।