সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বঙ্গবীর গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শনিবার সকাল ৯টা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তিপ্রস্তর করেন।
শুরুতেই উপজেলার মুসলিম নগর নলজুড়ি রাস্তায় শান্তিনগর খালের উপর পিআইও ব্রীজের ভিত্তিপ্রস্তর, আসামপাড়া সাংকিভাংঙ্গা রাস্তায় সালম মুরব্বির বাড়ির সামনে পিআইও ব্রীজের ভিত্তিপ্রস্তর, পিরিচপুর-সোনারহাট-মনরতল রাস্তায় উনায়ের ভাঙ্গার ব্রীজের ভিত্তিপ্রস্তর,পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট-সালুটিকর রাস্তায় (বঙ্গবীর, তোয়াকুল ও পর্বতপুর) ৩টি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর, মানাউরা বিরকুলী রাস্তায় বালিদার খালের উপর পিআইও ব্রীজের ভিত্তিপ্রস্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ন সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন, বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ে সভাপতি মিসবাহ উদ্দিন, রুস্তমপুর ইউপি সদস্য মুজিবুর রহমান, যুবলীগ নেতা, আব্দুল হাকিম আবুল হোসেন, জয়নাল আবেদীনসহ রাজনৈতিক ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে নন্দিরগাঁও ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন তিনি।