1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
গ্যারেজে বিস্ফোরণ: ৭ জনের মৃত্যু
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:১২ অপরাহ্ন
গ্যারেজে বিস্ফোরণ: ৭ জনের মৃত্যু

বাংলানিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১:৪৬:৩২ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে সাতজনই মারা গেছেন। আর একজন যিনি এখনই বেঁচে আছেন তার অবস্থাও আশঙ্কাজনক।

সবশেষ মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মো. শরিফুল ইসলাম (৩২) মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন। এর আগে গত শনিবার (৬ আগস্ট) উত্তরার কামারপাড়া এলাকায় ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন আটজন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ওই রিকশা গ্যারেজের পাশে ভাঙারির দোকানও রয়েছে। সেই দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন দগ্ধ হন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020