1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প, নিউইয়র্কে নিরাপত্তা জোরদার
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:০১ অপরাহ্ন




গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প, নিউইয়র্কে নিরাপত্তা জোরদার

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২১ মার্চ ২০২৩, ৭:৫৯:৩৪ অপরাহ্ন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন যে কোনো সময়। মঙ্গলবার তিনি গ্রেপ্তার হতে পারেন বলে আগে থেকেই আশঙ্কায় ছিলেন। এ বিষয়টিকে কেন্দ্র করে এরই মধ্যে নিউইয়র্কের ম্যানহাটনে আদালত ভবনের আশপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেইসঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে তার পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। এ অভিযোগে ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন। আর তা হলে ট্রাম্পই হবেন ফৌজদারি অপরাধে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট। এ ধরনের পরিস্থিতি দেখা দিলে এর বিরুদ্ধে গণবিক্ষোভে নামতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়ার কথা আগেই জানিয়েছেন ট্রাম্প। নির্বাচনের আগে তিনি গ্রেপ্তার হলে প্রচারণায় ব্যাপক প্রভাব পড়তে পারে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020