1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ঘুমন্ত স্ত্রীকে পাশে রেখে স্বামীকে খুন
বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন




ঘুমন্ত স্ত্রীকে পাশে রেখে স্বামীকে খুন

অনলাইন ডেস্ক
    আপডেট : ৩০ জুলাই ২০২০, ৪:৪৪:৩৬ পূর্বাহ্ন

ঘুমন্ত স্ত্রীকে পাশে রেখে স্বামীকে খুন,খুলনা মহানগরীতে নিজ ঘরে স্ত্রীর পাশে ঘুমন্ত অবস্থায় মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে খুলনার তেলিগাতী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু শেখ স্থানীয় বাসিন্দা মো. আমজাদ শেখের ছেলে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম রেজা গণমাধ্যমকে এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বিদেশে থাকতেন। তবে দেশে ফিরে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ ধারণা করছে।বাচ্চু শেখকে বুধবার দিবাগত ভোর রাতে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে দৃর্বৃত্তরা। এ সময় পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলে হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020