1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকরাম চৌধুরী মারা গেছেন
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২, ০৭:৪২ পূর্বাহ্ন
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকরাম চৌধুরী মারা গেছেন

রিপোর্টার
    আপডেট : ০৮ আগস্ট ২০২০, ৫:৫৪:১৩ পূর্বাহ্ন

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকার ধানমন্ডি জেনারেনাল এন্ড কিডনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সাংবাদিক ইকরাম চৌধুরীর ছোট ভাই চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ আগস্ট রাতে আকস্মিকভাবে তার প্রচন্ড শ্বাসকষ্ট ও বুক ব্যথা দেখা দেয়। সেই রাতেই দ্রুত তাকে শহরের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে রাতেই ঢাকায় ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার ভোররাতে তিনি মারা যান।

তিনি আরও বলেন, সাংবাদিক ইকরাম চৌধুরীর মরদেহ দুপুর ১২টায় চাঁদপুরের নাজিরপাড়ার নিজ বাসায় আনা হবে। জানাজা শেষে পৌর কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। সাংবাদিক ইকরাম চৌধুরী স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020