1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন




চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

Banglanews24ny
    আপডেট : ২২ জুলাই ২০২০, ১:৪৬:১৮ অপরাহ্ন

হংকং, দক্ষিণ চীন সাগর ও নতুন করোনাভাইরাসের উৎস নিয়ে ওয়াশিংটন-বেইজিং টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র টেক্সাসের হিউস্টনে অবস্থিত চীনা কনসু্যলেট বন্ধের নির্দেশ দিয়েছে।শুক্রবারের মধ্যে কনসু্যলেটটি বন্ধ করে দিতে হবে, বলেছে তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন ‘মেধাস্বত্ব সুরক্ষিত রাখার স্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে চীন ‘রাজনৈতিক উসকানি’ এবং নজিরবিহীন স্পর্ধা বলে নিন্দা জানিয়ে এর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তবে কী পদক্ষেপ নেওয়া হতে পারে তা জানায়নি বেইজিং।বিবিসি জানায়,

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন কনসু্যলেট বন্ধের নির্দেশকে গর্হিত কাজ’ এবং অন্যায় বলে বর্ণনা করেছেন।তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই ভুল সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাচ্ছি। তারপরও তারা এ ভুল পথ থেকে না সরলে চীন এর কঠোর পাল্টা জবাব দেবে।হিউস্টনের ওই কনসু্যলেট চত্বরে অজ্ঞাত কয়েক ব্যক্তির বিনের ভেতর নথি পোড়ানোর ভিডিও মঙ্গলবার প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।

এরপরই কনস্যুলেট বন্ধের নির্দেশের এ খবর এল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ খবরের ব্যাপারে আর কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদি কনস্যুলেটের কাজ স্বাভাবিকভাবেই চলছে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন মেধাস্বত্ব এবং মার্কিনিদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে আমরা চীনের হিউস্টন কনসু্যলেট বন্ধের নির্দেশ দিয়েছি, বুধবার বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওর্টেগাস।ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনও দেশের দূতাবাস বা কূটনৈতিক ভবনগুলো স্বাগতিক দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস ছাড়াও যুক্তরাষ্ট্রে চীনের ৫টি কনসুলেট আছে; এর মধ্যে কেন কেবল হিউস্টনেরটাই বন্ধের নির্দেশ দেওয়া হল ওর্টেগাস সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি।কনসু্যলেট বন্ধের নির্দেশের নিন্দা করে চীন,

ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লংঘনেরও অভিযোগ এনেছে তারা।চীন পাল্টা ব্যবস্থায় উহানে মার্কিন কনস্যুলেট বন্ধের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এক কর্মকর্তা। করোনাভাইরাসের কারণে উহানের ওই কনস্যুলেটের স্টাফ ও তাদের পরিবারকে এ বছরের শুরুর দিকেই সরিয়ে নেওয়া হয়েছিল।

একে অপরের দেশে চীন ও যুক্তরাষ্ট্রের যে সংখ্যক দূতাবাস ও কনসুলেট আছে, যে পরিমাণ কূটনীতিক ও কর্মী কাজ করেন, তা হিসাব করলে চীনে কাজ করা মার্কিনির সংখ্যাই বেশি হবে,” বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং।চীনে যুক্তরাষ্ট্রের কোন কনসু্যলেটটি বন্ধ করে দেওয়া উচিত তা নিয়ে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জরিপ চালাচ্ছে।কোভিড-১৯ এর টিকা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর প্রকাশ্যে আসার অল্প সময়ের মধ্যেই হিউস্টনের চীনা কনসুলেট বন্ধের নির্দেশ এল।ওই দুটো ঘটনার মধ্যে কোনো যোগসাজশ আছে কিনা, নিশ্চিত হওয়া যায়নি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020