1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
চীনা ৩ নাগরিক গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রে জালিয়াতির অভিযোগে
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন




চীনা ৩ নাগরিক গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রে জালিয়াতির অভিযোগে

রিপোর্টার
    আপডেট : ২৪ জুলাই ২০২০, ৩:৩৩:৩৭ পূর্বাহ্ন

চীনের ৩ নাগরিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।গ্রেপ্তারকৃতরা হচ্ছে চীনের সশস্ত্র বাহিনীর সদস্য।অন্য জনকে গ্রেপ্তারে তৎপরতা চলছে।ওই ৪ চীনা নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে দেশটি।বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, চতুর্থ যে জন এখনও গ্রেপ্তার হয়নি তিনি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন বলে জানানো হচ্ছে। এছাড়া চীনা সামরিক বাহিনীর সঙ্গে অঘোষিত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে এমন চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই।মার্কিন কৌসুলিঁরা বলছেন, যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর বিজ্ঞানীদের পাঠানো নিয়ে চীনা পরিকল্পনার অংশ এটি।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সত্যিকার পরিচয় গোপন করে চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যরা গবেষণা সংক্রান্ত ভিসার এসব আবেদন করেন।যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স আরও বলছেন, এছাড়া এটা হলো আমাদের উন্মুক্ত সমাজ ব্যবস্থার সুবিধা নিয়ে এবং অ্যাকাডেমিগুলোর প্রাতিষ্ঠানিক অপব্যবহারের লক্ষ্যে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেওয়া পরিকল্পনার অংশও।চীনের একজন বিজ্ঞানী সান ফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা এবং হাউস্টনে দেশটির কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেওয়ার পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব চীনা বিজ্ঞানী পরিচয় গোপন করে তাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরি করছে।উল্লেখ্য, বাণিজ্য, করোনাভাইরাস মহামারি এবং হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন প্রণয়ন নিয়ে গত কয়েক মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার চীনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020