সুনামগঞ্জে ছাতকে সুরমা নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে চাঁদাবাজি.অবৈধ ড্রেজার শ্যালো মেশিন দিয়ে নদীর তলদেশ থেকে বালু ও পাথর উত্তোলনকারী, ডাকাতি, মাদক পরিবহন ও চোরাচালানকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নৌ পুলিশের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ছাতক, দোয়ারাবাজার, কোম্পানীগঞ্জ কয়েকজন বালু খেকোর বিরুদ্ধে নৌপুলিশের উপর ২০২১ সালে ৫ জুলাই ইজারাদারের নেতৃত্বে হামলা করে ওসিসহ ৬ জন পৃলিশ মারিপট করে সুরমা নদীতে ফেলে দেয়। এ ঘটনায় নৌ পুলিশ হামলাকারিদের বিরুদ্ধে অভিযোগ পত্রের চার্জশীট সুনামগঞ্জ আদালতে দাখিল করা হয়।
এ ঘটনার পর থেক একটি চক্র নৌ পুলিশ বিরুদ্ধে নানা অপপ্রচারের লিপ্ত রয়েছে। একটি অসাধু চক্র নৌ পুলিশর বিরুদ্ধে নানা অপপ্রচার করছেন বিভিন্ন অনলাইন ও ফেইস বুক আইডি মাধ্যমেই চলেছ।
এসব ভুয়া সংবাদের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এসব ভুয়া টিভি অনলাইনের বিরুদ্ধে জিডি করেন।
গত সোমবার বিকালে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ার হোসেন বাদী হয়ে ভুয়া কয়েকটি আইডির নামে জিডি করেছেন।
এব্যাপারে নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নদীতে চাঁদাবাজির ঘটনায় প্রতিবাদ করায় নৌ পুলিশ উপর হামলা চালায়। এ হামলাকারীদের বিরুদ্ধে গত সপ্তাহ অভিযোগ পত্র দাখিলের পরে একটি অসাধু চক্র নৌ পুলিশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। এসব ভুয়া আইডি চিহ্নিত করে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।