ছাতকে নিজের বাড়িতে বসেই অবাধে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সমছুর রহমান। শহরের নোয়ারাই গ্রামের বাড়িতে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ছমরু মিয়ার পুত্র সমছুর রহমান। তার মা আমিরুন বিবিও মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রকাশ্যে বাড়িতে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইনের মতো মাদক ব্যবসা এখন সমছুরের একমাত্র পেশা বলে জানা গেছে। আবার প্রতি রাতে তার ঘরেই মাদক সেবিদের সুবিধার্থে বসে মদ-গাঁজার আসর। এলাকার লোকজন তার এসব অপকর্মের প্রতিবাদ করলে সে উল্টো তাদের মামলায় ফাঁসিয়ে দেবার হুমকি দেয়।
ওই কারনে ভয়ে তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না।
জানা যায়, সমছুর রহমান ও তার পরিবারের মাদক ব্যবসার কারনে এলাকার উঠতি বয়সী যুবকরা বিপদগামী হচ্ছে। এলাকায় তার এসব অপকর্মের কারনে ছাতকের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবিরের কাছে পৌর কাউন্সিলর লিয়াকত আলী, এলাকার লুৎফুর রহমান, অসিম শাহ, শফি উদ্দিন, মোহাম্মদ আলী, রফি উদ্দিন, ইদন মিয়া, তারেক আহমদ, নজিব আলী, লিটন মিয়া, আলী হোসেন, মুরাদ চৌধুরী, কামাল মিয়া, শিব্বির আহমদ, বিকাশ দেবনাথসহ প্রায় ৫০ জন স্বাক্ষরিত একটি অভিযোগ দেয়া হয়। অভিযোগটি ওই সময় থানায় পাঠিয়ে দেওয়া হলেও এবিষয়ে আর কোন ব্যবস্থা নেয়া হয়নি।