1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সিকৃবিতে আহত ৬ জন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন




ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সিকৃবিতে আহত ৬ জন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৬ জানুয়ারী ২০২৩, ১১:০৫:১৯ অপরাহ্ন

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এতে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্ট করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাবি সূত্র জানায়, সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসাইন গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানআজ শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে। কিন্তু দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ কর্মীসভার প্রাক্কালে বাঁধা প্রদান করেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বিরোধী গ্রুপ।

সিকৃবি শাখা সহ সভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূইয়া, ও প্রান্ত ইসলাম এই গ্রুপের নেতৃত্ব দেন। তাদের বাঁধা দেয়ার প্রেক্ষিতে সংঘর্ষ বাঁধে দুই পক্ষে মধ্যে। ক্যাম্পাসের পাঁচটি আবাসিক হলে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন দুই পক্ষই। সংঘর্ষে উভয় পক্ষের অহত হয়েছেন অন্তত ৬ জন। এসময় সহ সভাপতি সাব্বির মোল্লা ও তার অনুসারী জুনায়েদ আহমেদ শাহ পরান হলে ঢুকে ভাঙ্গচুর করেন কয়েকটি কক্ষ। কক্ষগুলোতে থাকতেন বলে জানা গেছে সভাপতি আশিকুর রহমানের অনুসারীরা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের বাহিরে অবস্থান করছেন পুলিশ সদস্যরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান অভিযোগ করে বলেছেন, কোন ধরণের উস্কানি ছাড়াই হামলা হয়েছে শরীফ হোসাইন, সাব্বীর মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আরমানের নেতৃত্বে। ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম স্থবির করতে এই হামলার ঘটনা বলে দাবি করেছেন আশিকের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের জন্য শান্তিপূর্ণভাবে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের মধ্যে।

এসএমপির শাহপরান থানার সহকারী পুলিশ কমিশনার শাহ জাহান জানান, পুলিশ ক্যাম্পাসের বাহিরে অবস্থান করছে। এখন পরিস্থিতি স্বাভাবিকে তৎপরতা চালাচ্ছে পুলিশ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020